মা ছেলের ভূমিকায় অভিনয় করলেন মৌসুমি হামিদ ও সাঞ্জ জন

বিনোদন প্রতিবেদক- বাংলা নাটক কিংবা ফিল্ম কিংবা মানুষের জীবনের গল্পে সমবয়সী কেউ মা আর ছেলে হতে পারে না- নাটক সিনেমার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সমবয়সী কেউ মা ছেলের ভুমিকায় অভিনয় করলে তাদের ভিতর সৎ মায়ের রোল কিংবা সৎ ছেলের ভুমিকায় অভিনয় করতে দেখা যায়- আর এটাই বাস্তবতা। কারন একটা মেয়ের বয়সন্ধি কাল পেরিয়ে যখন যৌবনে পদার্পন করে তখন তার বিয়ে হবার পরেই তার বাচ্চা হয় - সোজা কথায় বলা যায় একটা মেয়ের জীবন চক্রে গর্ভধারন কালিন সময় আসার পরেই সে সন্তান নিতে পারে তাই মা ছেলের বয়সের পার্থক্য এই খানে মাস্ট বি কম করে হলেও ১৫ বছরের হয়ে থাকে - তাই কোন ভাবেই মা ছেলের বয়স সমান হয় না- কিন্তু এই বার জাগতিক সব নিয়ম নিতির তোয়াক্কা না করেই ৩০ বছর বয়সী মা মৌসুমি হামিদ এর ছেলের ভুমিকায় অভিনয় করলেন সমবয়সী অভিনেতা সাঞ্জ জন, তাও আবার রিয়েল মা ছেলের ভুমিকায়- আর এই দুরূহ কাজটি করে দেখালেন নির্মাতা সোলায়মান জুয়েল - তার নতুন ওয়েব ফিল্ম "পরাবাস্তব" এ,






ওয়েব ফিল্ম এর গল্প সম্পর্কে নির্মাতা সোলায়মান জুয়েল বলেন, পরবাস্তব বা পরাবাস্তবতা হচ্ছে এমন এক ধরনের বাস্তবতা যার সাথে মানুষের দেখা চাক্ষুষ বাস্তবতার কোন মিল থাকে না। ইংরেজীতে একে সুররিয়েলিজম (surrealism) বলা হয়ে থাকে। বস্তুত এই পরাবাস্তব চেতনার মূল ভিত্তি হলো অযুক্তি ও অবচেতন। এখানে ফ্রয়েডীয় মনস্তাত্ত্বিক ধারণা মিলানো যায়। মনোবিজ্ঞানী ফ্রয়েডের ভাবনা- মানুষ অবচেতন মনে অনেক কিছুই করে বা অনেক ভাবেই ভেবে থাকে। তিনি বলেন- এ ভাবনা মানুষের চেতন মনের চেয়ে মানুষের অবচেতন মনেরই বেশি। পরবাস্তবতা প্রসঙ্গে সোলায়মান জুয়েল বলেন, মূলত সুইজারল্যান্ড থেকে উঠে আসা ‘ডাডাইজম’ এর পরবর্তী আন্দোলন হচ্ছে ‘সুররিয়েলিজম’ বা ‘পরাবাস্ততা’। কেউ কেউ একে জাদুবাস্তবতা বলেও আখ্যায়িত করে থাকেন ।



[caption id="attachment_61" align="alignright" width="276"]Solaiman Jewel ছবি - সোলায়মান জুয়েল[/caption]


নারীর স্বাধীনতা, ক্যারিয়ার, সতন্ত্রতা, এবং গর্ভপাত এর পটভূমি নিয়ে বানানো "পরাবাস্তব" ওয়েব ফিল্মের গল্পের প্লট নিয়ে নির্মাতা সোলায়মান জুয়েল বলেন, নাটক টিতে মৌসুমি হামিদের ক্যারেক্টর টি হাই এম্বিসাস স্বাধীন চেতা একটি মেয়ের, আমাদের সমাজ ব্যাবস্থায় এক জন নারী তার জীবন চক্রের বেশির ভাগ সময় অন্য কারো কাছে ডমিনেটিং হয়, হোক তা শহুরে শিক্ষিত সমাজ, কিংবা গ্রামের অতি নিন্ম অশিক্ষিত সমাজ ব্যাবস্থা তাকে কারো না কারো কাছে ডমিনেটিং হতেই হয়, আর এর মুলে থাকে মেয়েটির অর্থনৈতিক স্ট্যাবিলিটি, যা তাকে বিয়ের আগে বাবা বিয়ের পর হাজবেন্ড আর বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভর করতে বাধ্য করে, মৌসুমি হামিদ এই সব মানতে চায় না বলে সব সময় তার সমস্ত ভাবনা তার ক্যারিয়ারের উপর ফোকাস করে, আর সাঞ্জ জন এর ক্যারেক্টর টি সারা দুনিয়ার অতি ক্ষমতা ধর এক জন বিজনেস টাইকুনের, 




সোলায়মান জুয়েল এর রচনা চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম "পরাবাস্তব" এ আরো অভিনয় করেছেন পবিত্র ভালবাসা খ্যাত অভিনেতা চিত্রনায়ক রোকন নূর,জামশেদ শামিম,সঙ্গীতা চৌধুরী, আনোয়ার, তারেক মাহমুদ প্রমুখ - 

Comments