- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
কালাক্ষর বিনোদনঃ- সম্প্রতি শুরু হল সোলায়মান জুয়েল এর রচনা, চিত্রনাট্য এবং পরিচালনায় ওয়েব ফিল্ম পরাবাস্তব এর শুটিং - এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকা মৌসুমি হামিদ, পবিত্র ভালবাসা সিনেমা খ্যাত অভিনেতা চিত্রনায়ক রোকন নূর, এবং মিস্টার বাংলাদেশ খ্যাত সাঞ্জ জন।
নির্মাতা সোলায়মান জুয়েল পরবাস্তব নাটকের আইডোলজি প্রসঙ্গে বলেন, পরবাস্তব বা পরাবাস্তবতা হচ্ছে এমন এক ধরনের বাস্তবতা যার সাথে মানুষের দেখা চাক্ষুষ বাস্তবতার কোন মিল থাকে না। ইংরেজীতে একে সুররিয়েলিজম (surrealism) বলা হয়ে থাকে। বস্তুত এই পরাবাস্তব চেতনার মূল ভিত্তি হলো অযুক্তি ও অবচেতন। এখানে ফ্রয়েডীয় মনস্তাত্ত্বিক ধারণা মিলানো যায়। মনোবিজ্ঞানী ফ্রয়েডের ভাবনা- মানুষ অবচেতন মনে অনেক কিছুই করে বা অনেক ভাবেই ভেবে থাকে। তিনি বলেন- এ ভাবনা মানুষের চেতন মনের চেয়ে মানুষের অবচেতন মনেরই বেশি। পরবাস্তবতা প্রসঙ্গে সোলায়মান জুয়েল আরো বলেন, মূলত সুইজারল্যান্ড থেকে উঠে আসা ‘ডাডাইজম’ এর পরবর্তী আন্দোলন হচ্ছে ‘সুররিয়েলিজম’ বা ‘পরাবাস্ততা’। কেউ কেউ একে জাদুবাস্তবতা বলেও আখ্যায়িত করে থাকেন ।
নারীর স্বাধীনতা, ক্যারিয়ার, সতন্ত্রতা, এবং গর্ভপাত এর পটভূমি নিয়ে বানানো "পরাবাস্তব" ওয়েব ফিল্মের গল্পের প্লট নিয়ে নির্মাতা সোলায়মান জুয়েল বলেন, ওয়েব ফিল্ম টির গল্প প্রধান তিন টি ক্যারেক্টর নিয়ে গড়ে উঠেছে, এখানে মৌসুমি হামিদের ক্যারেক্টর টিই প্রধানতম - এখানে মৌসুমি হামিদের ক্যারেক্টর টি হাই এম্বিসাস স্বাধীন চেতা একটি মেয়ের, আমাদের সমাজ ব্যাবস্থায় এক জন নারী তার জীবন চক্রের বেশির ভাগ সময় অন্য কারো কাছে ডমিনেটিং হয়, হোক তা শহুরে শিক্ষিত সমাজ, কিংবা গ্রামের অতি নিন্ম অশিক্ষিত সমাজ ব্যাবস্থা তাকে কারো না কারো কাছে ডমিনেটিং হতেই হয়, আর এর মুলে থাকে মেয়েটির অর্থনৈতিক স্ট্যাবিলিটি, যা তাকে বিয়ের আগে বাবা বিয়ের পর হাজবেন্ড আর বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভর করতে বাধ্য করে, মৌসুমি হামিদ এই সব মানতে চায় না বলে সব সময় তার সমস্ত ভাবনা তার ক্যারিয়ারের উপর ফোকাস করে, রোকন নুরের ক্যারেক্টর টি একজন নাট্য নির্মাতার যে কিনা মাঝে মাঝে বিজ্ঞাপন বানায় আর সাঞ্জ জন এর ক্যারেক্টর টি সারা দুনিয়ার অতি ক্ষমতা ধর এক জন বিজনেস টাইকুনের,
সোলায়মান জুয়েল এর রচনা চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম "পরাবাস্তব" এ আরো অভিনয় করেছেন জামশেদ শামিম,সঙ্গীতা চৌধুরী, আনোয়ার, তারেক মাহমুদ প্রমুখ -
Blog
Media
Natok
web series
ওয়েব সিরিজ
কালাক্ষর
ডিরেক্টরস কর্নার
পরাবাস্তব
বিনোদন
ব্লগ
মৌসুমি হামিদ
সাঞ্জ জন
সোলায়মান জুয়েল
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment