বাংলাদেশের সর্ব কালের সেরা পাঁচ নাটক

বড় ছেল বড় ছেলে এর গল্প টি গড়ে উঠেছে একটি নিন্ম শ্রেনীর ফ্যামিলীর বড় ছেলে আর উচ্চ বিত্ত ফ্যামিলির মেয়েকে নিয়ে - নাটক টির কাহীনিতে কোন নতুনত্ব নেই - কারন বাংলা গল্প উপন্যাস কিংবা চলচিত্র সব মাধ্যমের এই কমন টপিক থাকে ধনীর ছেলে অথবা মেয়ের সাথে ্রেম পারিবারিক ঝামেলা - ক্লাইমেক্স - কিন্তু তার পরেও নাটক টি দর্ষক গ্রহন করেছিল এর অভিনয় শিল্পীদের অভিনয় দেখে - পরিচালক - মিজানুর রহমান আরিয়ান, অভিনয়ে - অর্পুব - মেহেজাবিন ২/ এতিম ছেলে এতিম ছেলে নাটক টি দর্ষক প্রিয়তার পিছনের কারন বড় ছেলের ঠিক উল্টো - নাটক টি তে বড় ছেলের মত স্টার কাস্ট নেই- যা আছে তা হল সুন্দর স্ক্রিপ্ট আর পরিচালকের উপস্থাপন ভঙ্গি - যা তার (পরিচালক) এর মুশিয়ানার বহিপ্রকাশ করে- নাটক টি তে স্ক্রিপ্ট আর ডিরেকশনের পাশা পাশি পরিচালক ক্যামেরার কাজ টি ও নিজে সামলিয়েছেন- তাই এক কথায় বলা যায় এইটা ওয়ান ্যানআর্মির মত - যা এক জন পরিচালকের দক্ষতার উপর নির্ভর করে- এতিম ছেলে নাটক টিতে অভিনয় করেছেন - সাব্বির অর্নব ও রোদেলা মির্জা প্রমুখ - পরিচালনায় ছিলেন - সোলায়মান জুয়েল -

Comments